বিদুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত সরকারের গণবিরোধী সিন্ধান্ত : রিজভী
- আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৪৭ বার পড়া হয়েছে
বিদুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা গণবিরোধী সিন্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দখলদারিত্ব ও আধিপত্য বজায় রাখতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশকে ভিনদেশী ভাষা এবং সংস্কৃতির পরিমণ্ডলে পরিণত করে মেধাহীন জাতি গঠনে তৎপর আওয়ামী লীগ।
সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। বলেন, উন্নয়ন ফানুস দেখিয়ে বিদেশে টাকা পাচার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কয়লার দাম বৃদ্ধির কথা বলে বিদুৎতের দাম বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা চর্চার কোন ব্যবস্থা নেই দাবি করে রিজভী বলেন, মেধাহীন জাতি গঠনে তৎপর
সরকার। ভিনদেশি ভাষার প্রসার ঘটাতে অন্য দেশের নাটক-সিনেমার প্রচার ও টিভি চ্যানেল গুলো নিয়ন্ত্রণ করছে না সরকার। গণবিরোধী নীতি বাস্তবায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পছন্দই জনবল নিয়োগ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
























