খুলনার বাজারে এখনো কমেনি পেঁয়াজের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০৭ বার পড়া হয়েছে
পেঁয়াজের ওপর ভারতের রপ্তানী নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে খুলনার বাজারে কমেনি পেঁয়াজের দাম। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি হলে কমতে পারে দাম।
খুলনার বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ১১৫ থেকে ১২০ টাকা। তবে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা কেজি। রমজানকে কেন্দ্র করে দাম বেড়েছে ছোলা ও বুটের ডালের। গেল সপ্তাহের ছোলার কেজি ছিল ৮৮ টাকা। যা এখন ৯৩ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বরের শুরুতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানীতে নিষেধাজ্ঞা দেয়ার পর ৬০ টাকার পেঁয়াজ দেড়শো টাকা ছাড়ায়। গত ২ মাস ধরে প্রতি কেজি পেঁয়াজ ১১৫ থেকে ১২০ টাকা। বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানীর ঘোষণা দেয় সরকার।