শীর্ষ সন্ত্রাসী পুইট্টা রাজুকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৭৯১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর শীর্ষ সন্ত্রাসী রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
গতরাতে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় অস্ত্রধারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে কি কারণে কারা হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।















