হাত পেতে নয়, আত্মমর্যাদা নিয়ে চলতে হবেঃ প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন। কারও কাছে হাত পেতে নয়, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একুশ শিখিয়েছে মাথা নত না করার।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ বিশিষ্টজনের হাতে ‘একুশে পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এই ‘একুশে পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী। গত ১৩ ফেব্রুয়ারি ‘একুশে পদক’র জন্য ২১ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়। এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দুইজন, শিল্পকলায় ১২ জন, সমাজসেবায় দুইজন, ভাষা ও সাহিত্যে চার জন এবং শিক্ষায় একজনকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।