মাই রবি অ্যাপে সরাসরি উপভোগ করা যাবে বিপিএল-এর সব ম্যাচ

- আপডেট সময় : ০৯:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
দেশের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সব ম্যাচ লাইভ স্ট্রিমিং সুবিধা উপভোগ করা যাবে রবির স্মার্ট অ্যাপ ‘মাই রবি’-তে। বিপিএলের দশম আসর শুরু হয়েছে গত ১৯ জানুয়ারি থেকে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, দুরন্ত ঢাকা, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
দেশের তিনটি ভেন্যু ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থেকে মোট ৪৬টি বিপিএল ম্যাচ দর্শকরা উপভোগ করতে পারবেন।
বিপিএল উত্তেজনার অংশ হতে গ্রাহকদের স্মার্টফোনে মাই রবি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং Rabbithole-এর সাবস্ক্রিপশন কিনতে হবে। সাবস্ক্রিপশনের জন্য ৩টি প্যাক পাওয়া যাচ্ছে- ২০ টাকা দৈনিক প্যাক, ৯৯ টাকা মাসিক এবং ৪৯৯ টাকায় অর্ধবার্ষিক প্যাক।