‘আল্লাহু আকবার’ ধ্বনিতে দ্বিতীয় দিনে মুখরিত ইজতেমা ময়দান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৯৮ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান।
আল্লাহর সন্তুষ্টি লাভে নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা।
আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের দ্বিতীয় দিনের আখেরি মোনাজাত পরিচালনা করেন। ইজতেমার প্রথম পর্বে শিল্প নগরী টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। সকালেই টঙ্গী শহর এবং ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লির পদভারে মুখর হয়ে উঠেছে। আজও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।