বাংলাদেশ ও রাশিয়ার মুদ্রা বিনিময় নিয়ে কাজ চলছে : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২২:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৭৭০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া কোন প্রকার হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টটস্কি। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল। জনগনের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে । আর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা-রুবল বিনিময় নিয়ে ২ দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে৷ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি। পরে সাংবাদিকদের রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, জনগনের ভোটেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। বাংলাদেশে যে কোন মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মুদ্রা বিনিময় নিয়ে কাজ চলছে। শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গী ছাড়া অন্যদের ডান্ডাবেড়ি পড়ানো যাবে না হাইকোর্টের এ রায়কে স্বাগত জানান ড. হাছান মাহমুদ।

















