কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

- আপডেট সময় : ০১:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেল ৩টায় মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা। বই মেলাকে ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন বইয়ের বিষয়ে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।
বাংলা ও বাঙালীর গৌরবের ইতিহাসকে ধারণ করে আবারো হাজির অমর একুশে বই মেলা।
আর তাই তো বাংলা একাডেমী ও সামনের সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও বিক্রেতারা।
বাঙালীর প্রানের এই মেলার নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। পুরো মেলা প্রাঙ্গন এবং আশপাশের এলাকা থাকছে সিসি ক্যামেরার আওতায়।
বইমেলা এলাকা ঘুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার।
পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেলাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই স্টলে না রাখার আহ্বান জানান হাবিবুর রহমান।
এবার কোন ইভেন্ট ম্যানেজম্যান্ট ছাড়াই বাংলা একাডেমীর নিজস্ব উদ্যোগ সম্পন্ন হবে অমর একুশে বইমেলা।