ভারতের সাথে আ’লীগের সম্পর্ক গভীর হয়েছে, দেশের মানুষের সম্পর্ক নয়!
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ১৭৯২ বার পড়া হয়েছে
বহুদলীয় গনতন্ত্র লক্ষে বিএনপি এই চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান রিজভী। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক গভীর হয়েছে।দেশের মানুষের সম্পর্ক নয়। রিজভী দাবি করেন,আদালত থেকে জামিনে পেলেও বিএনপির নেতারা কর্মীরা জেলগেটে গোয়েন্দা সংস্থার লোকদেরকে, আর্থিকভাবে খুশি করতে না পারলে নেতাকর্মীদের কারাগারের সামনে থেকে আটক করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন আওয়ামীলীগের বাহিনীতে পরিনত হয়েছে বলে জানান রিজভী।























