ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪
- আপডেট সময় : ১২:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ১৭১৩ বার পড়া হয়েছে
ফরিদপুর-খুলনা মহাসড়কের ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় বাস লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত ও ৬জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জগামী সবুজ বাংলা নামের যাত্রীবোঝাই একটি লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলের লেগুনার ৪ যাত্রী নিহত হয়। আহত হয় লেগুনার ৬ যাত্রী। মৌলভীবাজারে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন শিশুসহ ৬জন। মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি স্থানীয় বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ৬জন আহত হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া এলাকায় প্রাইভেটকার চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। বিকেলে দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়া আন্ডার পাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

























