দেশ ও আলেম সমাজকে সরকার ধ্বংসের পায়তারা করছে : ফয়জুল করীম

- আপডেট সময় : ০৬:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
দেশ ও আলেম সমাজকে সরকার ধ্বংসের পায়তারা করছে । এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। রাজধানীর পল্টনে নগর ওলামা মাশায়েখ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ ফয়জুল করীম ।
রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় নগর ওলামা সম্মেলনের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন সরকার দেশকে একটি চরম সংকটের মধ্যে ফেলেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, আলেম সমাজকে ধ্বংসের নানা কৌশল নিয়েছে সরকার। এখান থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম ।