নারায়ণগঞ্জে নিজেদের ট্রাকের চাপায় ড্রাইভার ও হেলপার নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ২১২০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজেদের ট্রাকের নিচে চাপা পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে।
ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নষ্ট হয়ে যায়। এসময় রাস্তার পাশে ট্রাকটির নিচে জ্যাক আটকিয়ে চালক ও হেলপার ট্রাকটি ঠিক করছিল। হঠাৎ জ্যাকটি ভেঙ্গে ট্রাক তাদের উপরে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

















