ইসরায়েলি হামলায় গাজায় বেশি বেসামরিকের মৃত্যু হচ্ছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১৯২০ বার পড়া হয়েছে
ইসরায়েলি হামলায় গাজায় সংখ্যার বিচারে অনেক বেশি বেসামরিকের মৃত্যু হচ্ছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তেল আবিবে ইসরায়েলি সেনাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিকদের মাঝে লুকিয়ে থাকা যারা স্কুল ও হাসপাতাল থেকে হামলা চালাচ্ছে, তাদের মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং। এরপরও বলবো, গাজায় প্রতিদিন যত সংখ্যক বেসামরিক বিশেষত শিশু মারা যাচ্ছে, তা সংখ্যার বিচারে অনেক বেশি। এই যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করতে চায় তার দেশ বলে জানান ব্লিনকেন।
এদিকে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্য কয়েকটি সংগঠনের যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের ৫২০ জন সেনা ও ৬০ জন পুলিশ নিহত হয়েছে। ইসরাইলের দখলদার সরকার এসব নিহত সেনা ও পুলিশের নাম পরিচয় প্রকাশ করেছে।