আচরণ বিধি লঙ্ঘন : চট্টগ্রাম-১৬ নৌকা প্রার্থীর প্রার্থিতা বাতিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্ত জানানো হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তাফিজুর রহমান এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বাঁশখালী পৌরসভার আটক কাউন্সিলরকে ছাড়াতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।দক্ষিণ জলদী আশকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণে বাধা দেয়ার অভিযোগে কাউন্সিলর আবদুল গফুরকে আটক করে পুলিশ।