দেশব্যাপী ফের অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বানচাল করতে না পেরে দেশব্যাপী ফের অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি। আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় এলে এসব অগ্নিসন্ত্রাসী ও তাদের মদদ দাতাদের নির্মূল করা হবে।
সকালে চট্টগ্রামের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরো বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই শুক্রবার রাতে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও নির্বাচন কেন্দ্রে আগুন দিয়ে ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যে উচ্ছ্বাস তৈরী হয়েছে তা কয়েকজন অগ্নিসন্ত্রাসীর অপতৎপরতায় ম্লান হবে না। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আগামীকাল ৫ম বারের মতো আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।