গাজীপুরের ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে । এসময় আহত হয়েছে আরো ৪ জন ।গত মঙ্গলবার মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়,বহনকৃত সিএনজি চালিত অটোরিক্সাটি মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌছালে শাখা সড়ক থেকে দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে সড়কের উপর ছিটকে পড়ে। এসময় সিএনজি যাত্রী মজিবুর রহমান এবং তার স্ত্রী হাবিবা বেগম নিহত হয়। এসময় সিএনজি চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর এবং মাওনা এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।