আগামীকাল ফরিদপুরে যাচ্ছেন শেখ হাসিনা

- আপডেট সময় : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৭৮১ বার পড়া হয়েছে
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। দলীয় সভাপতিকে বরণ করে নিতে জেলাকে সাজানো হচ্ছে নতুন সাজে। সেই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
দীর্ঘ ৫ বছর পর আগামীকাল ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর দলীয় সভানেত্রীর আগমনে নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। ফরিদপুরকে বিভাগ ঘোষণা, একটি বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার জোর দাবী জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। ইতিমধ্যে জনসভা সফলের কাজ চলছে পুরোদমে। দলের নীতিনির্ধারকরা পরিদর্শন করেছেন জনসভা স্থল। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ নির্বাচনী জনসভা থেকেই দলীয় প্রধান জেলার রাজনীতি এবং আগামী দিনের উন্নয়নের কথা জানাবেন– এমনটি মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।