জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলন সফল হয়নি : কাদের

- আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
দলীয় প্রার্থী কারো আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মুহুর্তে না নিতে পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেয়া হবে। দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক। জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলন সফল হয়নি মন্তব্য করে সরকার উৎখাতে জনসমর্থন জরুরী বলে জানান ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক ওবায়দুল কাদের। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানান তিনি। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনসমর্থন না থাকায় তাদের আন্দোলনে মরচে ধরেছে। আওয়ামী লীগ বিজয়ী হলে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।