পটুয়াখালী জমি নিয়ে দুই পক্ষের মারামারিতে দুই জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে দুই চাচাতো ভাই খুন হয়েছে। গতকাল রাতে ১০টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো সেলিম মুন্সী ও তার ভাই আলাউদ্দিন মুন্সী।
পুলিশ জানিয়েছে, , দীর্ঘদিন ধরে সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে আলাউদ্দিন মুন্সী ও তার সন্ত্রাসী ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মুন্সী উপর হামলা করে। এতে সেলিম মুন্সী ঘটনাস্থলে নিহত হন। বাড়ি পৌঁছানোর পরে রাতে আলাউদ্দিন মুন্সী সন্দেহজনক মৃত্যু হয়। পুলিশ সুপার সাদ্দাম হোসেন বলেন, জমিজমা বিরোধের জেরে দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত প্রক্রিয়াধীন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



























