ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নিজ প্রতীকে ভোট দেবার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ প্রার্থীরা বলছেন, উৎসবমুখর পরিবেশে ভোটের আমেজ চলছে। আর স্বতন্ত্র প্রার্থীদের দাবি- আওয়ামী লীগ বাধা দিলেও জনগণ তাদেরই ভোট দেবে।
নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। তার নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনের রাজারবাগ-শাজাহানপুর এলাকায় প্রচারণার সময় একথা বলেন তিনি।
স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগ করছেন ঢাকা-১১ আসনের নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিন। রাজধানীর নতুন বাজার ভাটারা এলাকায় প্রচারে নামেন তিনি।
নানামুখী বাধা পেলেও প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক।
১০ আসনে মাঠে আছেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ