একদফা দাবিতে ফের সারাদেশে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
সরকার পতনের একদফা দাবিতে ফের সারাদেশে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে এই কর্মসূচি।
জামায়াতে ইসলামীও সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও এই অবরোধ কর্মসূচি পালনের কথা জানিয়েছে। এদিকে অবরোধের আগের রাতেই রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মিরপুর, ধানমন্ডি ও গুলিস্তান এলাকায় এসব অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।