ওমিক্রনের নতুন একটি উপধরন বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়তে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
কোভিড-নাইনটিনের ভয়াবহ ধরণ ওমিক্রনের নতুন একটি উপধরন বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের অন্তত ৭ জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই ধরনটি শনাক্ত হয়েছে। ফলে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওমিক্রনের উপধরন জেএন-ওয়ান নামের ওই ধরনটি ভারত, চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই শনাক্ত হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, এই ভাইরাসটি করোনারোধী টিকা নেয়া মানুষের জন্য কম ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে এই শীতে করোনাসহ বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বসংস্থাটি। উত্তর গোলার্ধে শীতপ্রধান দেশগুলোতে ইতোমধ্যেই সর্দি-কাশি, শ্বাসযন্ত্রে ভাইরাস সংক্রমণসহ শিশুদের নিউমোনিয়ার প্রবণতা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে সংক্রমণ শনাক্ত হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ১৫ থেকে ২৯ শতাংশ মানুষই জেএন-ওয়ান আক্রান্ত হয়েছেন। করোনার জন্য দায়ী কোভিড-১৯ ভাইরাস সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত পরিবর্তিত হয় এবং কখনো কখনো এটি নতুন রূপের বিকাশ ঘটায়।