সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি সিইসি’র আহ্বান
- আপডেট সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
নির্বাচনের প্রচারণায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় কমিশনের উপর আস্থা রাখারও আহ্বান জানান তিনি। দলীয় প্রার্থীরা সরকারি সুযোগ-সুবিধা নিয়ে গণসংযোগে নামছেন বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সিইসির কাছে দাবি জানিয়েছেন রংপুরের জাতীয় পার্টি ও একক প্রার্থীরা।
রংপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার ৬ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রার্থীদের আন্তরিক হওয়ার তাগিদ দেন। এসময় রংপুরের জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এসময় তারা সবার জন্য সমান সুযোগ সুবিধা ব্যবহারের নিশ্চয়তা চান।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমসহ রংপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। রাতেই রাজশাহী যাবেন কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা।























