বেগম রোকেয়া দিবস আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৯৩০ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া দিবস আজ।
নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত ১৮৮০ সালের আজকের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের এক নিভৃত পল্লিতে জন্ম নেন। এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর দিনটিতেই মৃত্যুবরণ করেন তিনি।
দিবসটি উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন।