নির্বাচন পর্যন্ত গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ২২৫০ বার পড়া হয়েছে
নির্বাচন পর্যন্ত গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।আজ থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মাংস উৎপাদন ও বিপণনে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এবং মাংস ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়।এ সময় জানানো হয়, প্রতি কেজি গরুর মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। এছাড়া ‘রিজেক্ট’ গরুর মাংস বিক্রি করা যাবে না। এই এক মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে।মাংস ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর দাম আবার সমন্বয় করা হবে। প্রাথমিকভাবে রাজধানীতে এ দর বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সারাদেশে।