মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি- জামায়াত : কাদের
																
								
							
                                - আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
 - / ১৭৫৩ বার পড়া হয়েছে
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি- জামায়াত। তিনি বলেন, জনসম্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করে আন্দোলন এগিয়ে নিতে চায়। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির জামায়াত নির্ভর রাজনীতির কারনে একসময় জামায়াতই তাদের মুল নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ভুলের রাজনীতি করছে মন্তব্য করে তিনি বলেন, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার কারনে তারা এখন জনবিচ্ছিন্ন। মানবাধিকার দিবসে বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জোটের শরীক জাতীয় পার্টির সঙ্গে আসন বন্টন বিষয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে জানান ওবায়দুল কাদের।
																			
																		














