জামালপুরে নির্বাচন কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

- আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৩০০৯ বার পড়া হয়েছে
জামালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জাতীয় পার্টির ১৫ ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
সকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে সভায় বক্তব্য রাখেন, জামালপুর সদর আসনের মনোনীত প্রার্থী জাকির হোসেন খান, কেন্দ্রীয় মৎস্যজীবী কমিটির সাধারণ সম্পাদক লিপটন, জেলা জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা যুব সংঘতির সভাপতি মিজানুর রহমান মিজানসহ অনেকে।এ সময় বক্তারা জামালপুর সদর থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে..দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির ঝিনাইদহ-২ আসনের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সেই সাথে ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসীকে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।