ঢাবির টিচার্স কোয়ার্টারে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু
- আপডেট সময় : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৯৬২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের এক বাসায় ফাতেমা মিম নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রীর দাবি, সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহকর্ত্রী ইসরাত জাহান জানান, গত এক বছর চার মাস ধরে তার বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। গৃহকর্ত্রী দাবি করেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি ও তার স্বামী ঝুলন্ত অবস্থায় থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার এসআই আরাফাত ইবনে শফিউল্লাহ গৃহকর্তীর বরাদ দিয়ে জানান, কোনো এক ছেলের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতিতে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করা হচ্ছে।তার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।






















