ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
সপ্তম দফায় আগামী রবিবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, রোববার সকাল ৬টা হতে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। এসময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রি করে দিয়েছে বিদেশীদের কাছে। চলমান আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনী গণহারে গ্রেফতার করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। গত ২৪ ঘন্টায় ৪২০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।