কাল থেকে আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ১৯৮৩ বার পড়া হয়েছে
টানা দুদিনের হরতাল শেষে ষষ্ঠ বারের মতো দেশব্যাপী কাল থেকে আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি।এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বুধবার ২২ নভেম্বর ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। যুগপৎ আন্দোলনের শরিক সব দলকেও এই কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

 
																			 
																		
















