৪৮ ঘণ্টার হরতালের বিরুদ্ধে রাজপথে সরব রয়েছে আ’লীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের বিরুদ্ধে রাজপথে সরব রয়েছে আওয়ামী লীগ। হরতালের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এ সময় আওয়ামী লীগ নেতারা, প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সতর্ক থেকে নাশকতা প্রতিরোধের নির্দেশ দেন।
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ রাস্তার মোড়ে মোড়ে শান্তি সমাবেশ করে। এতে দলের নেতারা বলেন, হরতাল,অবরোধ ডেকে আত্নগোপের চলে গেছে বিএনপি ।দেশের কল্যানে দলটির কোনো ভূমিকা নেই। যাত্রাবাড়ি ও লালবাগে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, সন্ত্রাসীদের যেকোন নাশকতার চেষ্টা রুখে দিতে রাজপথে সজাগ আছে আওয়ামীলীগের নেতা কর্মীরা। রাজধানীর গুরুত্বপূর্ন সড়কে মোটরসাইকেল নিয়েও মহড়া দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।