মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আবুল খায়ের আব্দুল্লাহ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
৩শ’ কোটি টাকা দেনা মাথায় নিয়ে বরিশালে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পরিষদের অভিষেক হয়েছে আজ।
দুপুরে সিটি কর্পোরেশনের সামনে অভিষেক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শাহে আলম। এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ অন্যরা। এ সময় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, সিটি কর্পোরেশন হবে একটি হয়রানিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান। পরে নগর ভবনে মেয়রের কক্ষে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন খোকন সেরনিয়াবাত।