বিএনপি ডাকা চতুর্থ দফার অ’বরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে যান চলাচল কম রয়েছে
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
বিএনপি ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে যান চলাচল কম রয়েছে। দিনের শুরুতে তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা কিছুটা বেড়েছে
সকাল থেকে যানবাহন সংকটে পড়তে হয় অফিসগামী যাত্রীদের। শঙ্কা নিয়েই ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া, সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম রয়েছে। সকাল থেকে গাবতলী বাস স্ট্যান্ডসহ অন্যান্য স্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। নাশকতা প্রতিরোধে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শান্তিনগরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 
																			 
																		










