রাজধানীর বাজারে বেড়েছে চালসহ নিত্যপণ্যের দাম

- আপডেট সময় : ০২:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ২০৭৪ বার পড়া হয়েছে
অবরোধের অযুহাতে রাজধানীর বাজারে বেড়েছে চালসহ নিত্যপণ্যের দাম। পেঁয়াজের বাজার অস্থির থাকলেও কমেছে আলু ও ডিমের দর। আর সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতের সবজির দাম। ক্রেতার অভাবে কম দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও মাছ। তবে ক্রয় ক্ষমতার নাগালে না থাকায়, বাজার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতিতে নিত্যপণ্যের দাম বাড়ছে।
বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে আলু-পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। আর আলুর কেজি ৫০ টাকা। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।
বাজারে পণ্যের সরবরাহ ঘাটতিসহ হরতাল, অবরোধের কারণে অস্থিরতা বিরাজ করছে বলে জানান বিক্রেতারা। সাপ্তাহের ব্যবধানে সরু ও মোটা চালে কেজি প্রতি বেড়েছে ৩-৪ টাকা।
শীত মৌসুম কেন্দ্র করে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে কিছু সবজির দাম।
এদিকে, ক্রেতা কম থাকায় গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে কিছুটা কম দামেই।
সরবরাহ ভাল হলেও দাম কমছে না ইলিশের।
আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করতে না পারায় বরাবরের মত আবারও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান সাধারণ ক্রেতারা।