আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন আগুন সন্ত্রাস করছে : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১৮১২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন আগুন সন্ত্রাস করছে। তিনি বলেন, তাদের লক্ষ্য গণতন্ত্র নয়, চোরাগোপ্তা হামলা করে শেখ হাসিনার পতন আর নির্বাচনকে বানচাল করা।
সকালে রাজধানীর গুলিস্তানে নুর হোসেন চত্ত্বরে শহীদ নুর হোসেন দিবসে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশের গণতন্ত্র বর্তমানে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে উল্লেখ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়াই এখনো চলছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

























