অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১৮২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।এই অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে। সকালে রাজধানীর বিজয় স্মরণীতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গন ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থেকে ১৫ বছরে দেশকে বদলে যাওয়া বাংলাদেশে রূপান্তর করা হয়েছে। সব ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ সৈনিক আজকের শিশুরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ধন দৌলত নয় শিক্ষাই জীবনে সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ বলেও জানান প্রধানমন্ত্রী।