খুব শিগগিরই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : কাজী হাবীবুল আওয়াল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ১৭৬১ বার পড়া হয়েছে
সাংবিধানিক বাধ্যবাধকতায় খুব শিগগিরই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আওয়াল।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে এসে সাংবাকিদকদের তিনি এ কথা বলেন। সিইসি আরো জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। নির্ধারিত সময়ে ভোটগ্রহণে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিইসি। তফসিল ঘোষণার সন্ধ্যায় টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দেশের বড় দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে, বুধবার ইসি সচিব জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন ও তফসিল ঘোষণার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।