রহস্যজনক মৃত্যু অভিনেত্রী হুমায়রা হিমুর!
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৬৪৯৩ বার পড়া হয়েছে
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই । বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে এই অভিনেত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
ধারণা করা হচ্ছে উত্তরা নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু।
আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তররার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।
যোগ করে নাসিম আরও বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।





















