বিএনপি-জামায়াত ঘোষিত দেশজুড়ে অবরোধের দ্বিতীয় দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
নিরেপেক্ষ সরকারের অধূনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত ঘোষিত দেশজুড়ে অবরোধের দ্বিতীয় দিন আজ। সড়ক, রেল ও নৌপথের এই অবরোধ চলবে আগামীকাল পর্যন্ত
আজও রাজধানীতে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় খুব একটা চোখে পড়েনি গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামীদের। অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে দীর্ঘ সময় ধরে। সকাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা রাস্তায় বের হতে দেখা যায়নি সাধারণ মানুষকে। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস। ট্রেন চলছে, তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে। প্রথম দিনের অবরোধের শুরুতে কিছুটা চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সীমিত হতে থাকে যান চলাচল। ফলে ফাঁকা দেখে গেছে রাজধানী।











