বঙ্গবন্ধুকে মরনোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রী দিতে সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ২১৬১ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরনোত্তর ড অব ল ডিগ্রী দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু বিশেষ সমাবর্তন ২০২৩। সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশিষ্ট শিক্ষাবিদসহ বরেণ্য ব্যক্তিরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিক্যাল ১০ (১) অনুযায়ী এবং রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমতিক্রমে এই বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 
																			 
																		
















