আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে

- আপডেট সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই সমাবেশ শুরু হবে শনিবার (২৮ অক্টোবর) বিকেল ২টায়। এছাড়া সমাবেশে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও যোগ দেবে। সমাবেশে কয়েক লাখ লোক আনার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি।
দেখা যায়, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার জন্য রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চটি তৈরি করা হয়েছে। তার আশপাশে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম।
সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমাদের মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১১টার পর থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করবেন। এখন সময়ের অপেক্ষা। আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো। এর আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে।