২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আওয়ামী লীগের : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার অস্তিত্বের প্রশ্ন, ২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিএনপি ঢাকার অলিগলি থেকেও পালোনোর পথ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিকেল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, একাত্তরের বিজয়কে যদি সংহত করতে চান তাহলে বিজয়ের প্রধানতম শত্রু, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। এরা হলো সব অপশক্তির বিশ্বস্ত ঠিকানা। এই দলকে পরাজিত করতে হবে। না হলে বিজয় সংহত হবে না। যারা আমাদের বিজয়কে বার বার রক্তাক্ত করেছে, তাদের পরাজিত করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।