মামুনুল হকসহ নেতাকর্মীদের মুক্তি না দিলে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
অবিলম্বে মামুনুল হকসহ হেফাজতে ইসলামের সব নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে দলীয় নেতারা। মুক্তি না দিলে নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউটে আয়োজিত সম্মেলনে হেফাজতে ইসলামের নেতারা বলেন, প্রয়োজনে আবারও ঢাকা অবরোধ করা হবে।
২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করে রাজপথে নানা সহিংসতায় জড়ায় হেফাজত কর্মীরা। সে সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন সংগঠনের শীর্ষস্থানীয় অনেক নেতা। পরে হেফাজত রাজনীতিতে যুক্ত নেতাদের বাদ নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। পরে বেশ কয়েকজন নেতা মুক্তি পেলেও এখনও কারাগারে অনেকেই। একাধিক মামলায় তাদের বিচার চলছে।















