বদরুন্নেসা মহিলা কলেজের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

- আপডেট সময় : ০১:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ২২৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তরুণীর নাম শারমিন আক্তার। তিনি বদরুন্নেছা মহিলা কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, রাতে শারমিন নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকায় একটি ছেলের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। তবে সে কেন আত্মহত্যা করেছে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্বজনরা। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।