২৯ অক্টোবর মেট্রোরেলের আরো তিনটি স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
এদিকে, ২৯ অক্টোবর মেট্রোরেলের আরো তিনটি স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে নামফলক উন্মোচন করবেন। এরপর ট্রেনে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নেমে সোহরাওয়ার্দী উদ্যানের সুধী সমাবেশে বক্তব্য দেবেন।
নতুন তিনটি স্টেশন দিয়ে চলতি মাসেই যাত্রা শুরু করছে মেট্রোরেলের দ্বিতীয় পর্ব। ফার্মগেট, সচিবালয়, আর মতিঝিল স্টেশন তিনটি পুরোপুরি প্রস্তুত। প্রথমে তিন ঘণ্টা, পরে পর্যায়ক্রমে বাড়বে সময়, যুক্ত হবে একেকটি করে স্টেশন। সেই লক্ষ্যে দুই পর্ব এক করে এখন চলছে সমন্বিত ট্রায়াল রান। এরপরই শুরু হবে বাণিজ্যিক যাত্রা। এছাড়া স্টেশনের সঙ্গে ফার্মগেটের সরাসরি সংযোগে রাখা হচ্ছে বিশেষ পথ। একই ব্যবস্থা থাকছে কারওয়ানবাজারেও। এছাড়া উচ্চতা বেশি হওয়ায় এ দুটি স্টেশনে যে আলাদা একটি করে ফ্লোর রয়েছে, সেখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।