অতিরিক্ত মদ পানে দুই নারীর মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
 - / ১৭৭৮ বার পড়া হয়েছে
 
মাদারীপুরে কলেজ রোড এলাকার এক বাসায় অতিরিক্ত মদ পানে দুই নারীর মৃত্যু হয়েছে। অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো দুইজনকে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪তলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দু’জন সম্পর্কে বান্ধবী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে।
এছাড়া অসুস্থ্য অবস্থায় সাগরিকার বান্ধবী, মা সাবিনা ইয়াসমিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
																			
																		
















