খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে অনশন করে নাটক করছে বিএনপি : শেখ হাসিনা
- আপডেট সময় : ০৬:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে অনশন করে নাটক করছে বিএনপি। বিকেলে রাজধানীর কাউলা মাঠের জনসভায় এ কথা বলেন তিনি।জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন উন্নয়ন চায় না বলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। সরকার প্রধান বলেন, বিদেশী শক্তির উপর ভরসা করে নয়, জনগনের ভোটেই নির্বাচিত হবে আওয়ামী লীগ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের দিন এই জনসভায় হওয়ার কথা ছিলো। বৈরী আবহাওয়ায় তা পিছিয়ে আজকের দিনে নির্ধারণ করা হয়। রাজধানীর কাউলা মাঠে জনসমাবেশের আয়োজক আওয়ামী লীগ।
প্রচন্ড রোদ উপেক্ষা করে কাউলা মাঠে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন জনসভায়। অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতারা।
সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে বিএনপির কোন অবদান নেই।
বিএনপি অনশনের নামে নাটক করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৃষ্টি নয় শুধু ধ্বংসই করতে পারে জিয়াউর রহমানের দল।
আওয়ামী লীগ দেশের উন্নয়ন অব্যহত রাখবে জানিয়ে সরকার প্রধান বলেন, বিদেশীদের উপর নয়, আওয়ামী লীগ নির্ভর করে জনগণের উপর।
জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না জানান শেখ হাসিনা।