নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২০৩২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলের পাইপলাইনে গ্যাস লিকেজ বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। ভোরে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ইকবাল, সাইফুল, জাকারিয়া, মুজাম্মেল ও শরিফুল। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ভোরে গোদনাইল সৈয়দপাড়ায় ওই স্টিল মিলে বিস্ফোরণে খারখানার ভেতরে থাকা পাঁচ শ্রমিক দগ্ধ হন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে সবার অবস্থা আশঙ্কাজনক।