ইসরায়েলিদের হামলায় গাজায় মানবিক বিপর্যয় নেমেছে : ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ২০৭৬ বার পড়া হয়েছে
ইসরায়েলিদের হামলায় গাজায় মানবিক বিপর্যয় নেমেছে। বাংলাদেশের জনগণের কাছ থেকে অর্থ নয় সহমর্মিতা চায় ফিলিস্থিনের বিপন্ন মানুষ। এমটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদান।
বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিনের দূতাবাসে ওআইসি সদস্য ভুক্ত দেশ গুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রদূত রামদান বলেন, ফিলিস্তিনের গাজা এখন এখন এক মৃত্যুপুরী। মরদেহ রাখারও জায়গা হচ্ছে না মর্গগুলোতে। তারপরও পিছুটান নেই ফিলিস্তিনিদের।
রক্তপাত না চাইলেও এখন তা অনিবার্য বাস্তবতা, বলছেন ফিলিস্তিন রাষ্ট্রদূত। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এরইমধ্যে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা প্রকাশ্যে ইসরায়লের পাশে থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। জয় বা পরাজয়, এবার তা চূড়ান্ত হতে পারে। তাই যুদ্ধও হবে দীর্ঘমেয়াদী।



























