মাওয়া রেলস্টেশন থেকে পদ্মা রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৯৯৭ বার পড়া হয়েছে
মাওয়া রেলস্টেশন থেকে পদ্মা রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টার দিকে তিনি মাওয়া পৌঁছান। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।
উদ্বোধনের পর অতিথিদের নিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ট্রেনে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল চারটায় সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা এবং ১৫ আগস্ট শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন। পরে নিজ বাসভবনে রাত্রী যাপন করবেন। কাল সকালে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।






















